বেক্সিমকো গ্রুপের ভারটিক্যাল লিডস গ্রিন সারটিফায়েড ইন্ডাস্ট্রিয়াল পার্ক ঘুরে দেখলেন ব্রিটিশ পার্লামেন্টের বহুদলীয় প্রতিনিধিদের একটি দল। আজ সোমবার তাঁরা বেক্সিমকো শিল্প পার্কে টেক্সটাইল, অ্যাপারেলস ও ওয়াশিং-এর স্টেট-অব-দ্যা-বার্ট উৎপাদন ব্যবস্থা ঘুরে দেখেন।
প্রতিনিধি দলটিতে ছিলেন- সরকারি দলের প্রতিনিধি, মিনিস্টার ফর লন্ডন পল স্টুয়ারট স্কালি, বারমন্ডসে ও ওল্ড সাউথওয়ার্কের এমপি নেইল অ্যালান জন কয়লে, স্ট্রেটফোরড ও আরমস্টনের এমপি অ্যান্ড্রু হাওয়ারড ওয়েস্টার্ন, ইয়ালিং সাউথহলের এমপি ভিরেন্দ্র কুমার শর্মা এবং পার্লামেন্টের সিনিয়র অ্যাডভাইজর ডমিনিক হেনরি থিও মফিট।
এ সময় ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধি দলটি বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতিতে বেক্সিমকো গ্রুপের লক্ষ্য ও কর্মকৌশল সম্পর্কে জানার পাশাপাশি প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া ও টেকসই ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নানা সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহারের বিষয়েও জানার চেষ্টা করেন।
পরিদর্শনকালে ব্রিটিশ এমপিরা ভবিষ্যতে পণ্য উৎপাদন ও এ সংক্রান্ত সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সুযোগ কীভাবে কাজে লাগানো যায় সে বিষয়েও গুরুত্ব দেন। তাঁরা বেক্সিমকো শিল্প পার্কে টেক্সটাইল, অ্যাপারেলস ও ওয়াশিং-এর স্টেট-অব-দ্যা-বার্ট উৎপাদন ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় প্রতিষ্ঠানটির যোগ্যতাসম্পন্ন ও আনন্দ নিয়ে কাজ করা কর্মীবাহিনীর প্রশংসা করেন তাঁরা।
এছাড়াও তাঁরা শাইনপুকুর সিরামিকসের কারখানায় উৎপাদিত উন্নতমানের পোরসেলিন ও সেরা মানের বোন-চায়না সিরামিক পাত্রের উৎপাদন প্রক্রিয়া দেখে মুগ্ধ হন। শাইনপুকুর সিরামিকসের উৎপাদিত এসব পণ্যের ক্রেতা রয়াল ডাল্টন, রয়াল আলবার্টের মতো বৈশ্বিক সুপরিচিত ব্র্যান্ড।