বেক্সিমকো শিল্প পার্ক দেখে মুগ্ধ কিরগিজ উপ পররাষ্ট্রমন্ত্রী

Date: April 24, 2024

Source: BD News 24

 

গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত কিরগিজ রিপাবলিকের উপ পররাষ্ট্রমন্ত্রী আভাজবেক আতাখানভ।

মঙ্গলবার একটি প্রতিনিধি দল নিয়ে কিরগিজ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে কাটিং সেকশন পরিদর্শনে গেলে সেখানে তাকে স্বাগত জানান বেক্সিমকোর গ্রুপের অ্যাডভাইজর সৈয়দ নাভেদ হোসেনে এবং প্রেসিডেন্ট ও সিইও আহমেদ শাহরিয়ার রহমান।

সফরকারী উপ পররাষ্ট্রমন্ত্রী আভাজবেক আতাখানভ শিল্প পার্কে পরিবেশবান্ধব ও অত্যাধুনিক প্রযুক্তির সংযোগে গড়ে তোলা বিভিন্ন শিল্প কারখানা দেখে মুগ্ধ হয়েছেন বলে বেক্সিমকোর পক্ষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি ও পরিবেশসম্মত টেকসই বিভিন্ন চর্চা দেখে প্রশংসা করেন। সেখানকার সম্পূর্ণ ভার্টিক্যাল, স্টেট অব আর্ট প্রযুক্তির টেক্সটাইল ম্যানুফেকচারিং ইউনিট অতিথিদের নজর কাড়ে। বিশ্বের বৃহত্তম, পরিবেশবান্ধব ও আধুনিক ওয়াশিং প্লান্ট দেখে উচ্ছ্বসিত হন তারা।

ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, জনশক্তি আমদানি ও বিনিয়োগের সম্ভাবনা উন্মোচন করতে বাংলাদেশ সফরে এসেছেন মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের এই মন্ত্রী। সরকারের বিভিন্ন নীতি নির্ধারক ও রাজনিতকদের সঙ্গে বৈঠক শেষে তিনি বিভিন্ন বেসরকারি শিল্প উদ্যোগও ঘুরে দেখেন।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত শাইনপুকুর সিরামিকের ভার্টিক্যাল প্লান্টে বিভিন্ন বোন চায়না ও টেবিলওয়্যার পণ্য ঘুরে দেখেন।

পরিদর্শনকালে দুই দেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।