বঙ্গবন্ধু কর্পোরেট ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন বেক্সিমকো কমিউনিকেশন্স

Date: March 15, 2020

Source: The Daily janakantha

 

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের অংশগ্রহণে শেষ হলো বঙ্গবন্ধু কর্পোরেট ব্যাডমিন্টন ফেস্ট। প্রতিযোগিতার ওপেন ক্যাটাগরিতে মেন্স সিঙ্গেলে চ্যাম্পিয়ন হয়েছে বেক্সিমকো কমিউনিকেশন্সের ইয়াসির এবং ডাবলসে একই কোম্পানির ইয়াসির ও সালাম।

শনিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দেশের একমাত্র বৈধ ডিরেক্ট-টু-হোম সেবাদাতা আকাশ ডিটিএইচ এ টুর্নামেন্টের স্পন্সর এবং বসুন্ধরা কিংস কো-স্পন্সর। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের (বিবিএফ) মহাসচিব আমির হোসেন বাহারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেক্সিমকো কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডি এস ফয়সাল হায়দার। বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান, বিবিএফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর হোসেন এবং আমরানেটের জিএসএম মোঃ মনিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় মাস্টার ডাবল চল্লিশোর্ধ ক্যাটাগরিতে ইউসিবিএল-এর শাহরিয়ার ও আশিক এবং মাস্টার ডাবল পঁয়তাল্লিশোর্ধ ক্যাটাগরিতে এইচটিবিএল’র উৎস ও হারুন চ্যাম্পিয়ন হয়েছেন। ৪৫টি দলের অংশগ্রহণে গত বৃহস্পতিবার এ টুর্নামেন্ট শুরু হয়। ২১টি কর্পোরেট হাউসের খেলোয়াড়রা তিনটি ভিন্ন ক্যাটাগরিতে খেলায় অংশগ্রহণ করেন। ওপেন ক্যাটাগরিতে ২৪ বছরের বেশি বয়সী শাটলাররা মেন্স সিঙ্গেল ও ডাবল খেলায় অংশগ্রহণ করে। মাস্টার ডাবলের দুইটি ক্যাটাগরির একটিতে ৪০ বছরের বেশি বয়সী এবং অপরটিতে ৪৫ বছরের বেশি বয়সী শাটলাররা অংশগ্রহণ করেন।