বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে ইইউ এবং দুই দেশের রাষ্ট্রদূত

Date: March 4, 2021

Source: The Daily Bonik Barta

 

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত এইচই রেন্সজি টেরিঙ্ক, ইতালির রাষ্ট্রদূত এইচই এনরিকো নানজিয়াতা এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এইচই নাথালি চুয়ার্ড গতকাল বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং শাইনপুকুর সিরামিক লিমিটেড পরিদর্শন করেন। এ সময় তারা বেক্সিমকোর প্রডাকশন ফ্যাসিলিটি ও অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতিসমৃদ্ধ বেক্সিমকোর টেক্সটাইল, গার্মেন্ট ফ্যাক্টরি এবং ওয়াশিং প্লান্ট দেখে অভিভূত হোন। এছাড়া তারা বেক্সিমকোর সিরামিক প্লান্টের বিশেষভাবে প্রশংসা করেন। —বিজ্ঞপ্তি