Date: February 14, 2020
Source: Techjano
গতকাল কক্সবাজারের রয়েল টিউলিপে বেক্সিমকো পেট্রোলিয়ামস লিমিটেড এলপিজি ডিস্টিবিটিউর কনফারেন্স ২০২০ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলপিজি’র চেয়ারম্যান জনাব, শায়ান এফ রহমানসহ কোম্পানির ঊর্ধতন কর্মকর্তাগণ।
এছাড়াও কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন ২২০ জন এলপিজি ডিস্টিবিউটর। বেক্সিমকো পেট্রোলিয়ামস লিমিটেড এর বড় কনফারেন্স ছিল এটি। কনফারেন্স সফল করতে সাড়া বাংলাদেশ থেকে অনুষ্ঠানে যোগ দেয় সকল ডিস্ট্রিবিউটাররা।
অনুষ্ঠানে এলপিজির সকল দিক ও বিষয় নিয়ে ডিস্ট্রিবিউটারদের সাথে কথা বলেন চেয়ারম্যান জনাব, শায়ান এফ রহমান । অনুষ্ঠানে ডিস্ট্রিবিউটারদের মতামত ও বক্তব্য গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। আগামীতে বেক্সিমকো পেট্রোলিয়ামস লিমিটেড এলপিজির ভবিষ্যৎ ও দিক নির্দেশনা নিয়েও কথা বলেন কনফারেন্সের প্রধান অতিথী শায়ান এফ রহমান।